নিয়মিত পৌরকর পরিশোধ করে পরিকল্পিত, সুন্দর হাটহাজারী বিনির্মানে সহযোগিতা করুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারী পৌরসভায় মাসব্যাপী ভ্রাম্যমান পৌরকর আদায় ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার( ২৯অক্টোবর)সকালে পৌরসদরস্হ ৩নং ওয়ার্ড আজিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহায়ক সদস্য এবং কর নিরুপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি সহযোগিতায় এ সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পৌর কর নির্ধারক মোঃ নিজাম উদ্দিন বলেন যে, বিধি অনুযায়ী ৩১অক্টোবর মধ্যে হালসনের পৌরকর পরিশোধ করলে ১০% রিবেট বা রেয়াত সুবিধার মধ্যে দিয়ে এ কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। করোনা প্রাদুভার্বের কারণে পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পৌরবাসীর কর পরিশোধের সুবিধার্থে এবং রাজস্ব আদায় কল্পে এই রিবেট সুবিধা অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।এ সময় পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহুরী জানান,আমাদের পৌর প্রশাসক মোঃশাহিদুল আলমের নির্দেশক্রমে ২০২১-২২অর্থ বছরে রাজস্ব আদায়ের নিমিত্তে ভ্রাম্যমান ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। তার আলোকে বৃহস্পতিবার মাসব্যাপী ভ্রাম্যমান ক্যাম্পের সমাপ্তি করা হয়।
এ সময় উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, পৌর সভার যুবলীগের যুগ্ন আহ্বায়ক আইয়ুব খাঁন লিটন,সহকারী কর আদায়কারী মোঃ রফিকুল ইসলাম, মাষ্টাররোল কর্মচারী শিল্পী চক্রবর্ত্তী, শামিম আরা রুমি এবং অফিস সহায়ক মোঃ কামাল উদ্দিন ও মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।