জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন কৃষি অফিসের হল রুমে গতকাল ইঁদুর নিধন অভিযান’২১ ( ১১ অক্টোবর - ১০ নভেম্বর ) উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম। বক্তব্য রাখেন, ভেড়ামারা সহকারী ভূমি কমিশনার রোকসানা খাতুন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, একে এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুআরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শারমিনসহ কৃষক ও কৃষাণী বৃন্দরা।