বুধবার রায়গঞ্জে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ১নং ধামাইনগর ইউনিয়নে নৌকা প্রতীকে রাইসুল হাসান তালুকদার সমুন, ৬নং ধানগড়া ইউনিয়নে নৌকার প্রার্থী মীর ওবায়দুল ইসলাম মাসুম ও ৯নং ব্রহ্মগাছা ইউনিয়নে নৌকার প্রার্থী গোলাম ছরওয়ার লিটন। অবশিষ্ট ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ২নং সোনাখাড়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল রিপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) আমজাদ হোসেন ছানা (ঘোড়া), ৩নং ধুবিল ইউনিয়নের নৌকার প্রার্থী মিজানুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হাসান ইমান তালুকদার (আনারস), আবদুল করিম রেজা (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) চশমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবদুল করিম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম (ঘোড়া), ৪নং ঘুড়কা ইউনিয়নে নৌকার প্রার্থী জিল্লুর রহমান সরকার, স্বতন্ত্র প্রার্থী আবু তালেব খন্দকার (আনারস), স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা (মোটর সাইকেল), ৫নং চান্দাইকোনা ইউনিয়নের নৌকার প্রার্থী আবদুল হান্নান খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন আকন্দ (আনারস), ৭নং নলকা ইউনিয়নে নৌকার প্রার্থী আবু বক্কার সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আবদুল গফুর (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আবদুল জাব্বার (চশমা), স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (আনারস), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী শফিকুল ইসলাম (হাতপাখা), ৮নং পাঙ্গাসী ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, জাসদের প্রার্থী সাইদুল ইসলাম (মশাল), স্বতন্ত্র প্রার্থী আলী আকবর (আনারস), স্বতন্ত্র প্রার্থী হাসিনুর সেখ (মোটর সাইকেল)।