চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যপী পবিত্র দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হবে আগামী ২৯ অক্টোবর শুক্রবার থেকে। ভিক্ষু সংঘের তিন মাসব্যাপী বর্ষাব্রত অধিষ্ঠান এবং গৃহী সংঘের উপসথ শীলব্রত অধিষ্ঠান শেষে শুভ প্রবারনা তথা আশ্বিনী পূর্ণিমার পর দিন থেকে যেসব বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুগন বর্ষাব্রত অধিষ্ঠান করে থাকে সেইসব বৌদ্ধ বিহার তথা মন্দিরে এই কঠিন চীবর দানোৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয়ে থাকে। এই দানানুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘ বিভিন্ন বিহার তথা মন্দিরে এই দানোৎসবে যোগদান করে বহুজনের হিত সুখের বিষয় নিয়ে ধর্মালোচনা করে সাধারন মানুষের চিত্ত পরিশুদ্ধ সহ অনৈতিক ও অকুশল কাজ থেকে নিজকে বিরত রেখে পরিশুদ্ধ জীবন যাপনের জন্য উপদেশ পরামর্শসহ ধর্মালোচনা করে থাকেন।
উপজেলার আওতাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডায় শুক্রবার ২৯অক্টোবর, জোবরা সুগত বিহারে ৩০ অক্টোবর, মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ৪ নভেম্বর, মির্জাপুর শান্তিধাম বিহার ও মিরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার ৫ নভেম্বর, পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে ৬ নভেম্বর, গুমানমর্দ্দন আরিয়া চতুরায্যসত্য বিদর্শন ভাবনা কেন্দ্রে ১১ নভেম্বর, গুমানমর্দ্দন শান্তি বিহারে ১২নভেম্বর, বালুখালী জগৎ জ্যোতি বিহারে ১৩ নভেম্বর, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার এবং মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে ১৫ নভেম্বর এবং গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে ১৮ নভেম্বর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে বলে হাটহাজারী ভিক্ষু সমিতি কর্তৃক প্রকাশিত তালিকায় প্রকাশ করা হয়েছে।