রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে উপজেলার ১০ ইউনিয়নে এখন চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন এ। উপজেলা নির্বাচন অফিস জানায়,গত মঙ্গলবার প্রার্থীতা প্রহারের শেষ দিনে সংরক্ষিত মহিলা আসনে ৫ জনের মনোনয়ন বাতিল করায় বর্তমানে এই পদে এখন প্রার্থীর সংখ্যা ১’শ ৩৬ জন। সাধারন সদস্য পদে মোট ৪’শ ৫০ জন মনোয়ন পত্র দাখিল করলেও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৪ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বর্তমানে ১০ ইউনিয়নে ৪’শ ৩৬ জন নির্বাচনে লড়ছেন। গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য,আগামী ১১ নভেম্বর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে চৈত্রকোল,ভেন্ডবাড়ি,বড়দরগাহ,কুমেদপুর,মদনখালী,টুকুরিয়া,সানেরহাট,পাঁচগাছি,চতরা,ও কাবিলপুর।