সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করতে বিএনপি জামায়াত সাম্প্রদায়িক বিষবাস্প ছড়াচ্ছেন। এধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকলকে এক যোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছে বা করছে তাঁরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। মঙ্গলবার বেলা ১১টায় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন কালে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসম ফিরোজ বলেন, দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায়। শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে সরকার করোনা মহামরির সময়েও দেশে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতী ব্যবহার করে সক্রিয় রেখেছেন। যাতে শিক্ষার্থীরা পড়াশুনার প্রতি অমনোযোগী না হয়। করোনার কারণে শিক্ষার যতটুকু ক্ষতি হয়েছে তা সরকার কাটিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করার চিন্তা করছে। মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, শিক্ষা প্রকৌশল পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান, অ্যাডভোকেট মাহবুব রহমান, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদ্য হারুন অর রসিদ প্রমুখ।