ভোলার দৌলতখানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামীণ জন শক্তির অফিস আগুন লেগে পুড়ে গেছে। আগুন লেগে অফিসে থাকা এ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসিয়াল যাবতীয় কাগজপত্র পুড়ে যায়। সংস্থার কর্মকর্তা মোাঃ কামরুল হাসান আলমগীর জানান, অফিসে থাকা ব্যাক্তিগত জায়গা জমি সংক্রান্ত দলিল, পর্যাপ্ত আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের কাছে লিখিত আগুনে ঘর পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির অবহিত করণপত্রে আর্থিক সহযোগিতা পাওয়ার পত্রথেকে জানাযায়, দৌলতখান-বাংলাবাজার সড়কের চরখলিফা ইউপির সুকদেব স্কুল মোড়ে গ্রামীণ জন শক্তির অফিসসহ তার ছয়টি ঘর আগুনে ভস্মীভূত হয়। এতে তার প্রায় ১০ লাক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়। তবে কি ভাবে আগুন লেগে সমুদয় ঘর ও কাগজপত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় উল্লেখ নেই অবহিতকরণপত্রে।
উল্লখ্য, স্থানীয়লোকজন ও ব্যবসায়ীরা জানায়, ১৯ অক্টোবর রাত আড়াইটার দিকে তামজিদ নামে এক ব্যবসায়ীর চা দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। আগুন লেগে আওয়ামী লীগ অফিসসহ ১০টি দোকান পুড়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।