তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে কুলিয়ারচর ও নিকলীতে। কুলিয়ারচরে ৫টি ইউনিয়ন ও নিকলীতে ৭টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষনা করেছে আওয়ামীলীগ। গত রোববার ২৪ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়-য়া স্বাক্ষরিত এর প্রেস বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়েছে। কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ এনামুল হক, উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম কারী, ছয়সূতি ইউনিয়নের কুলিয়ারচর সরকারী কলেজের সাবেক ভি.পি মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পুত্র মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস.এম আজিজুল্লাহ। এদিকে নিকলী সদর ৪নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ ও ৩ নং কারপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাকি আমান দ্বিতীয় বারের মতো দলীয় প্রতীক নৌকা পেলেন। এই উপজেলায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ৫ জনই নতুন। এরা হলেন, ১নং সিংপুর ইউনিয়নের মোহাম্মদ আলী, ২নং দামপাড়া ইউনিয়নের হাজী আলী আকবর, ৫নং জারইতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজমল হোসেন ও ৭ নং ছাতিরচর ইউনিয়নের শামসুজ্জামান চৌধুরী।