বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ) বোদা উপজেলা শাখার উদ্যোগে রোববার বিকালে ৫ দফা দাবী কার্যকর ও সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়েছে। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বিসিপিআরটিএ এর কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক (মা মোবাইল জোন) সহ বোদা উপজেলা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক।
সংগঠনের ৫ দফা দাবী গুলো হচ্ছে-মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কে সহযোগিতা প্রদান, এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও গ্রাহক সেবার মান নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি, দেশের ৬৪ জেলায় আরপিএল ব্যবস্থা চালু, ০% সুদে ক্ষুদ্র ঋণ সহযোগিতা ব্যবস্থা চালু করা।