রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা করিমপুর জেলে পল্লীতে অগ্নিসংযোগের ঘটনার পুড়ে যাওয়া জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্রের সন্ধানে নেমেছে উপজেলা ভুমি অফিস। উপজেলা ভুমি অফিসের লোকজন ২৪ অক্টোবর থেকে যে সকল দলিলপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে, সেই সকল কাগজপত্র হোল্ডিং নম্বর অনুযায়ী তালিকায় অন্তর্ভুক্ত করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম বলেন আমরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রয়োজনীয় কাগজ এবং দলিল পত্র আগুনে পুড়ে গেছে, সেই সব কাগজের হোল্ডিং নম্বর খুজতে শুরু করেছি। তিনি আরও বলেন আমরা এখন পর্যন্ত ৩৩ টি পরিবারের নামের তালিকা অন্তর্ভুক্ত করেছি। তিনি আরও বলেন ননি গোপাল চন্দ্রের বাড়িতে আমরা প্রথম দলিল দেখলাম, দলিলের দুই অংশ আগুনে পুড়িয়ে গেছে, আমারা দলিলের নম্বর খুঁজতে শুরুকরেছি। ভুক্তভোগী ননি গোপাল বলেন আমরা ৫ ভাই সবার মধ্যে আমি বড়, আমাদের ১৫ বিঘা জমির কাগজ আমার বাড়িতে ছিল। বর্তমানে সব দলিল পত্র আগুনে পুড়ে গেছে।