নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টারের ১২তন মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মরহুমের নিজ হাতে গড়া প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এ আয়োজন করা হয় মিলাদ মাহফিল,দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা।
২৪ অক্টোবর ওই সভায় অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক,শিক্ষার্থী, এলাকার গণ্যমাণ্যব্যক্তি,গভর্ণিং বডির সদস্যগন।
সভায় বক্তারা বলেন মরহুম আবদুল হামিদ মাস্টার ছিলেন সত্যিকার একজন খাঁটি রাজনীতিবিদ। সৎ ও যোগ্য রাজনীতিবিদ হিসাবে সৈয়দপুরে তাঁর সুনাম ছিল। তিনি ছিলেন জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি। আজও সৈয়দপুরের হাজার হাজার মানুষ তাঁর রুহের মাগফেরাত কামনা করে চোখের পানি ফেলে।
কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের প্রানপ্রিয় শিক্ষক ও আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল হামিদ মাস্টারের মৃত্যু বার্ষিকী পালন করা হলো। সেই সাথে তাঁর বড় ভাই জমিদাতা মরহুম হাফিজুর রহমানেরও মৃত্যু বার্ষিকী পালন করে থাকি। সভায় বক্তব্য বলেন কলেজ গভর্ণিং বডির সদস্য আজমল হোসেন, সানজিদা বেগম লাকী, মুহাম্মদ আইউব আলী সরকার, শিক্ষক সাদেকুজ্জামান,লুৎফর রহমান,রশিদুল হক, অধ্যক্ষ আসাদুজ্জামান।
দোয়া পরিচালনা করেন মাওলানা আলহাজ¦ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য ২০১২ সালের ১৯ অক্টোবর মরহুম আবদুল হামিদ মাস্টার মৃত্যুবরণ করেন।