কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল আফসার শুক্রবার বিকেলে তালতলা বাজার থেকে মোটর শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা আ'লীগ যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক পৌর-মেয়র আবদুল মালেকের সাথে পৃথক-পৃথক দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে, নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা আ'লীগ যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন ভূঁইয়া, মেয়র আবদুল মালেক, জোড্ডা পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ'লীগ আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম নুরুল আফসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা শাহজাহান সাজু।
এসময় উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া রোকন, আওয়ামী লীগ নেতা মাস্টার আলী হায়দার, আবদুল আউয়াল, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী জালাল আহম্মেদ, আবদুল আলীম মজুমদার, আবদুর রহিম, জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি শাহজাহান সাজু, যুবলীগ নেতা জসিম উদ্দিন মিয়াজী, ওমর ফারুক, ইমাম হোসেন, জাহাঙ্গীর আলম, আলী আজগর প্রমুখ।