ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। গত ১৭ অক্টোবর ছিল মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন। ঘোষণা দিয়েই বিএনপি নির্বাচন বয়কট করছে। তারা দলীয় ভাবে তাদের প্রার্থী মনোনয়ন দেয় নি। বিচ্ছিন্ন ভাবে কেই কেউ ব্যক্তিগত উদ্যোগে প্রার্থী হয়েছেন। তবে সরকারি দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ইঁদুর দৌড় শুরু হয়েছে। এতে বেশ কিছু বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। দলীয় নীতি নির্ধারনী পক্ষ কোথাও কোথাও মনোনয়ন পরিবর্তন করেছেন। কিন্তু তারপরও দলীয় মনোনয়ন না পেয়ে কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থী হবার কথা শোনা গেছে। যদিও হাই কমান্ড থেকে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত না মানলে আগামীতে দলীয় পদ পদবী বা নির্বাচনে মনোনয়ন পাওয়া যাবে না। তারপরও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ৪৯ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুধু তাই নয়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ ওবায়দুর রহমানকে মারধর করে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাজেদ খান আসন্ন এ ইউপি নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন পান। তারপরও তার প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন পত্র ছিনতাই করেছে তার লোকজন এবং প্রার্থীকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়। আর মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু’সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ভাই সহ নিহত হয়েছেন চারজন। আর আহত হয়েছেন অন্তত: ২০ জন। গত ১৫ অক্টোবর বেলা তিনটার দিকে সদর উপজেলার জগদল গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে দুই স্থানীয় আওয়ামী লীগের নেতার লোকজনের মধ্যে। একই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ দু:খজনক ঘটনা ঘটেছে শুধু মাত্র আধিপত্য বিস্তারের জন্য।
ওদিকে বিএনপি থেকে বহিষ্কৃত, জামায়াত শিবিরের সাথে অতিতে সম্পৃক্ত, ভূমি দস্যু, সংখ্যালঘুদের জমি দখলকারী এমনকি প্রবাসে থেকেও সরকারি দলের মনোনয়ন পেয়েছেন। নৌকার হাল তাদের হাতে তুলে দেয়ায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ওদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকারি দলের মনোনয়ন পাওয়ায়। কাজেই নির্বাচন কতটা অংশগ্রহনমুলক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিগত বেশ কিছুদিন থেকে নির্বাচনের সময় সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছেন না। যা গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়। নির্বাচনে যদি অধিকাংশ মানুষের মতের প্রতিফলন না হয়, তবে সে নির্বাচন প্রশ্নবোধক হয়ে যায়।