বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে বাংলা ভূখ-ে নানা জাতি-গোষ্ঠী ও ধর্ম মতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে।
যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ধর্মের শিক্ষা। মহাবিশ্বের ¯্রষ্টা ও মালিক এক। তার ধর্মও এক ও অভিন্ন। তার সব সৃষ্টির মাঝে মানুষ সর্বোৎকৃষ্ট। তার এ শ্রেষ্ঠ সৃষ্টি যেন নিজেদের মাঝে সাম্য, একতা, মানবতা এবং সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সহাবস্থানে বসবাস করেন এ শিক্ষাই সৃষ্টিকর্তা দিয়েছেন।
ভারতবর্ষে বিজেপির শাসনামলে মুসলমানরা ভালো নেই। উত্তর ভারত ও মধ্যপ্রদেশে বারবার হামলা হয়েছে। কিছুদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী আসাম রাজ্যে মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। এমনকি ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বীরত্বের মেডেল পাওয়া সাবেক সেনাও এমন হেনস্তা থেকে বাদ যায়নি। সেদিক থেকে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো ছিল। ১৯৯২ ও ২০০১ সালের হামলা ও ন্যক্কারজনক সব ঘটনার ক্ষত শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরই অনেকটাই সেরে উঠেছিল। দেশত্যাগের ঘটনাও কমেছিল। কিন্তু এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় পূজামন্ডপে এবং হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তাদের আস্থা টলিয়ে দিয়েছে। এবার অন্তত ৬ জন সংখ্যালঘু খুন হয়েছেন। এ ছাড়া ধর্ষণ, মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন অনেকেই। আবার কি হিন্দু সম্প্রদায়ের ব্যাপক দেশত্যাগ দেখতে হবে?
প্রতিটি ধর্মেই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা করার কথা বলেছে। কোন ধর্মেই সহিংসতা, সন্ত্রাস, জঙ্গীবাদের কোন স্থান নেই। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধনে আবদ্ধ। এখানে কোনরূপ সন্ত্রাস ও জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নাশকতামূলক কাজে লিপ্ত কোন অপশক্তির স্থান নেই। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্তই আমরা লক্ষ্য করে আসছি। আসলে কে কোন্ ধর্মের অনুসারী তা মূল বিষয় নয়, বিষয় হলো আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি। বিদ্রোহী ও অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল জাঁতি ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের উর্ধে ছিলেন। তিনি মানুষকে মানুষ হিসেবেই গণ্য করতেন। কোন ধর্মের বিচারে কাউকে এগিয়ে রাখতেন না। তাই তো তিনি লিখেছেন, ‘গাহি সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান,/যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীস্টান।’
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সরকারকে এ ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। সব ধর্ম বর্ণের মানুষের বসসবাস নিশ্চিত করতে হবে।