কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামালার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার (২৩অক্টোবর) সকালে উপজেলা শহীদ মিনারে অনশন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মৃদুল কান্তি মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সুখরঞ্জন বেপারী, সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক বিপ্লব কুমার রায়, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নির্ঝন কান্তি বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সাধারন সম্পাদক বিরেন্দ্র নাথ মজুমদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক জ্যোতিষ চন্দ্র হালদার প্রমুখ।