রংপুরের পীরগন্জ সহ সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে শনিবার রংপুরের গন অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রংপুর জেলা ও মহানগর কমিটি নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এই কর্মসুচির আয়োজন করে।
সমাবেশে সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে আসছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি থামছে না। সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর, উলিপুর, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুর নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এসব ঘটনায় সংখ্যালঘুরা শঙ্কিত ও আতঙ্কিত।
নেতৃবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে এদেশে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তা না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের এক এধরণের ঘটনা ঘটতেই থাকবে। আজ সারাদেশে হিন্দুধর্মাবলম্বীরা উদ্বিগ্ন ও আতঙ্কে বাস করছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা প্রদানে সরকারকেপদক্ষেণ নেয়ার আহ্বান জানান তারা।
পরে সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক সরকারের কাছে সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবীনামা পেশ করেন। দাবীগুলো হচ্ছে - দেশে সংখ্যালঘু কমিশন গঠন, হিন্দু সুরক্ষা আইন প্রনয়ণ করাসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা প্রদান এবং সারাদেশে হামলা ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার করা সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি বনমালী পালের সভাপতিত্বে ও রংপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সুশান্ত ভৌমিকের সঞ্চালনায় গনঅনশন কর্মসুচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিযার রহমান সফি ও সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সেচ্ছাসেবক লীগ রংপুর মহানগরের আহ্বায়ক রমজান আলী তুহিন, ছাত্রলীগ রংপুর জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি, পরিষদের সাধারণ সম্পাদক স্বপন রায়,মহানগরের সভাপতি এ্যাড, কমল মজুমদার ও সম্পাদক সুব্রত সরকার মুকুল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি অজয় প্রসাদ বাবন, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পারুল সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রহলাদ রায় প্রমুখ।
পরে গনঅনশন কর্মসুচিতে নেতৃবৃন্দকে জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান কর্মসচিতে অংশগ্রহনকারী আওয়ামীগ নেতৃবৃন্দ।
শেষে নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।