২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরে কাউখালী উপজেলার দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি -(জেপি)র দলীয় প্রার্থীদের নাম গত শুক্রবার রাতে ঘোষনা করা হয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের লবিং, তদবির, বহু আশা আকাক্সক্ষার পরে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মাহমুদ খান খোকন ও ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ,এম রেজাউল করিম খোকন।
এছারা জাতীয় পাটি-(জেপি)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার দলীয় প্রতীক সাইকেল এর প্রার্থীদের নাম ষোষনা করেছেন। ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন থেকে কাউখালী জাতীয় পাটি(জেপি)র মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন থেকে জেপি'র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বজলুর রহমান খান নান্নু।