ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চাপালী পাবলিক লাইব্রেরীর হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টুর্ণামেন্ট আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্ণামেন্টের আহ্বায়ক আলহাজ¦ গোলাম সরোয়ার পুটু। এ সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী বাবর আলী, ফরিদ হোসেন, সাংবাদিক আজাদ রহমান, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রিগান হোসেন ও চাপালী যুব সংঘের সাধারন আবদুর রহিম।
লিখিত বক্তব্যে জানানো হয় কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামে রয়েছে একটি পাবলিক লাইব্রেরী ও যুব সংঘ নামের সামাজিক সংগঠন। এ সংগঠন দু’টি খেলাধুলা, সামাজিক ও রাষ্ট্রীয় নানা কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও আটটি শক্তিশালী ফুটবল দলের অংশগ্রহনে টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ২৪ অক্টোবর খেলা উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।