রংপুরের পীরগাছায় সুবিদ দাখিল মাদরাসার এডহক কমিটির আহ্বায়ক ও সুপার যোগসাজসে গোপনে নিয়মিত কমিটি গঠনের পাঁয়তারা বন্ধের বিরুদ্ধে রংপুরের জেলা জজকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যলয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ওই সুপার ও এডহক কমিটির আহ্বায়ক নিয়মিত কমিটি গঠনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফলে ওই এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ওই মাদরাসার সুপার মোঃ আনোয়ারুল ইসলাম ও সভপতি শহিদুল ইসলাম মাদরাসার উন্নয়নের নামে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মস্বার্থ করেছেন।
এদিকে সুপারের অনিয়ম, দূর্নীতির কারণে মাদরাসাটির কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এবং অভিভাবকরা তাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে হতাশায় পরেছেন।
এব্যাপারে ওই মাদরাসার সুপার মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, একমাস আগে আদালতে অভিযোগ দিয়েছেন। আমরা এডহক কমিটির মাধ্যমে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছি।
এ ব্যাপারে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, যেহেতু আদালতে মামলা করা হয়েছে, এই কারণে বিষয়টি আদালত দেখবেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুজা মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগপত্রে বলা হয়েছে, সুবিদ দাখিল মাদরাসাটি ১৯৮৫ ইং সনে স্থাপন করা হয়েছে। মাদরাসার জমি দাতা সদস্যেদের এবং এলাকার ছাত্রদের অবিভাবকগণকে বাদ দিয়ে বাহিরের লোকজন দিয়ে পকেট কমিটি গঠন করে ইতঃপূর্বে পাঁচজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে মাদরাসাটিতে নেই কোন ব্রেঞ্চ, নেই জানালা, নেই বারান্দ, ঘর ভেঙ্গে পড়েছে। এই বিষয়ে মহামান্য রংপুর জেলা জজ কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নং-১৭৪/২১। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় যাতে করো কোন ভাবেই ম্যানেজিং কমিটি গঠন করিতে না পারে, সেই জন্য সবার সহযোগিতা চেয়েছেন অভিযোগ কারী মোঃ মতিয়ার রহমান।