নোয়াখালীর চৌমুহনীতে হামলায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন সদর-সুবর্নচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার সকালে প্রথমে তিনি নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে তাদের দুই পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অনুদান দেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং পাঁচটি মন্দিরে চারলাখ টাকা অনুদান দিয়েছেন। এ সময় এমপি একরামুল করিম চৌধুরীর সাথে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, একরামুল হক বিপ্লব সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এমপি একরামুল চৌধুরী বলেন, হামলাকারী যে হোক ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সব সময় অসহায়দের পাশে থাকারও নির্দেশ দেন।