শিক্ষার্থীর কাছে সব চেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার বই। প্রিয় বন্ধুও হয় ব্যাগে ঝুলানো বইগুলো। বন্ধুকে ছাড়া যেমন কষ্ট হয় ঠিক তেমনি বই ছাড়াও কষ্টে আছে মাঝি পল্লীর নিরাপদ চন্দ্রের মেয়ে নিলি। গত রোববার রাতে দুষ্কৃতিদের নির্মমতায় আগুনে পুড়েছে বাড়িঘরসহ নিলি রানীর বই খাতা কলম ও ব্যাগ। নিলি রানী উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী। সে কান্নাজড়িত কন্ঠে বলেন আমার নতুন নতুন বইগুলো পুড়িয়ে গেছে। আমি এখন কি নিয়ে স্কুলে যাবো ? আমার বাবার কিনে দেওয়া নতুন ব্যাগটাও পুড়ে গেছে। বই গুলো আমার ভালো বন্ধু। এ প্রসঙ্গে প্রথম শ্রেনির পড়-য়া ছাত্রী লক্ষী রানীর বাবা রনজিত বাবু বলেন ,আমার মেয়েও সংসারের কিছু না বুঝলেও বই গুলোর জন্য অনেক কান্না কাটি করেছে। আমার ঘরের কোন কিছু নাই যা বিক্রি করে বই খাতা কলম ব্যাগ কিনে দিতে পারবো। এ ছাড়াও এ পল্লীতে বিভিন্ন শ্রেনিতে অধ্যয়ন করা প্রায় অর্ধশত শিক্ষার্থীর সব উপকরন পুড়ে ছাই হয়ে গেছে। সহায় সম্বলহীন অলকারানীর বাবা পবিত্র বলেন, আমার মেয়ের বই খাতা সব পুড়ে গেছে। মেয়ে বই খাতার জন্য সব সময় কান্নাকাটি করে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন বলেন,আমরা তাদেরকে তালিকা দিতে বলেছি এবং প্রধান শিক্ষকদের এ বিষয়ে যথাযথ ব্যবস্থাও নিতে বলেছি। তাদেরকে বই খাতা কলম ও পোষাক দেয়া হবে। মাঝি পল্লীর সকল অবিভাবকরা বলেন আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া যেন বন্ধ না হয় এজন্য সবার কাছেই আমাদের অনুরোধ।