রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গত বুধবার তাহারা ঘটনাস্থ পরিদর্শন শেষে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন। ব্রিফিং এ হামলার ঘটনার ব্যাপারে ছানোয়ার হোসেন তালুকদার তার বক্তব্যে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে অনেকের সঙ্গে কথা বলেছি,স্বচক্ষে সব কিছু দেখেছি। আমার মনে হয়েছে, হামলা অনেক ভয়াবহ। আর এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র আছে। এক মন্ত্রীর বক্তব্যেই তাই মনে হয়। আর এসব ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার চক্রান্ত চলছে। তাই তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। যাতে নিরিহ নিরপরাধ কেউ যেন হয়রাণীর শিকার না হয়। এ সময় জেএসডির কেন্দ্রিয় কমিটির সহ সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন খোকন, সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন সস্পাদক আবদুর রহিম, রংপুর জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারন সম্পাদক আবদুস সাদেক জিহাদী, গাইবান্দা জেলার যুগ্ন সম্পাদক আজগর আরজ, গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি আইয়ুব হোসেন সরকার, রগুড়া জেলার সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, সাংগাঠনিক সম্পাদক মামুনুর রশিদ ও রংপুর জেলা মহানগর কমিটির সাধারন সম্পাদক এবিএম মশিউর রহমান প্রমুখ।