রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক ৪৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে পীরগঞ্জ থানায় মামলা দুটি রুজু হয়। পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি মামলার বাদী পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। অপর মামলাটি হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে। এই মামলায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে আটক ১৫ বছরের কিশোরকে আসামি করা হয়েছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। আর তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন। ওই কিশোরকে সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয়। এদিকে ফেসবুক কমেন্টস বক্স- এ পবিত্র কাবা শরীফের ব্যঙ্গচিত্র পোষ্টকারী পরিতোষকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ৮টায় জয়পুর হাটের পাঁচবিবি থেকে তাকে আটক করা হয়। তবে ফেসবুকে উস্কানী দিয়ে পোষ্টকারীরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। গ্রেফতার হয়নি হামলাকারীদের মুলহোতা আতোয়ার, রাশেদ,আবু ও মশিয়ার গংরা। এরা চিহ্নিত জামাত-শিবিরকর্মী। রোববার রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামের জেলে পল্লীর হিসেবে পরিচিত মাঝিপাড়ার দক্ষিণ অংশে বসবাসকারী প্রসন্নের স্কুল পড়-য়া ছেলে পরিতোষ সরকার ফেসবুক কমেন্টে কাবা শরীফের ব্যঙ্গচিত্র প্রকাশ করে। কিছুক্ষণ পরেই পরিতোষের ছবি ও পরিতোষের কমেন্টস বক্সের স্ক্রিণসট এবং ” মুসলমানরা জেগো উঠো আর চুপ করে বসে থাকার সময় নেই” এমন লেখা লিখে গফ ঝযধশংধফর, গফ টললধষ ঐধংধহ ও খড়াবষবংং অষভধলঁৎ এই ৩ জনের আইডি থেকে উস্কানিমুলক পোস্ট দেয়া হয়। বিকেল থেকে স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষ পরিতোষের বাড়ির আশপাশে জড়ো হতে থাকে। সন্ধ্যার দিকে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করে এবং স্লোগান দিতে থাকে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান সাদেক হোসেন বিএসসি ও ওসি সরেস চন্দ্রে নেতৃত্বে ১৫-২০ জনের পুলিশি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও ইউনিয়ন পরিষদের লোকজন পরিতোষের বাড়ি (দক্ষিণ পাড়া) অবস্থান নিলেও। সেই সুযোগে রাত ৮টার হাজার হাজার দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ায় ৬৬ পরিবারের উপরে হামলা চালায়। সে সময়ে হিন্দুদের বেশী ঘনবসতিপুর্ণ এলাকা উত্তরপাড়া অরক্ষিত ছিল। ভয়ে হিন্দু পরিবারগুলোর সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে জঙ্গল ও ধান ক্ষেতে লুকিয়ে থাকে। এ সময় হামলাকারিরা ১৮টি ঘর ও ২টি মন্দিরে অগ্নিসংযোগ করে। বাকি ৪৮টি বাড়িতে ভাংচুরসহ ৬৬টি পরিবারের গবাদি পশু, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, অটোভ্যান, রেডিওসহ ঘরের ব্যবহৃত ও দামী জিনিসপত্র লুট করে। রাতেই রংপুরের জেলা প্রশাসক আহসান হাবীব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ঘটনাস্থলে পৌঁেছ। র্যাব, বিজিপিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং র্যাব চর্তুদিকে টহল দিতে থাকে এবং রাত সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি টিম আসে। পুলিশ হামলা কারীদের হটাতে পুলিশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। সোমবার সকালে রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওহাব ভুইয়া, ডিআইজি দেবদাস ভট্টাচার্জ্য, ৫১ বিজিপি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসির জামান হোসাইন ঘটনাস্থলে আসেন। উপজেলা প্রশাসনের থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, লবনসহ শুকনা খাবারের প্যাকেট, কম্বল, লুঙ্গী ও শাড়ি বিতরণ করা হয়। ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ বান্ডিল টিন বরাদ্দ হয়েছে। ওয়াকার্স পলিট ব্যুরো সদস্য ও রংপুর জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক অশোক সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। গত মঙ্গলবার সকালে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুপুরে স্থানীয় সাংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন।