চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল তিনটায় তাঁর কথিত স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ রাত দুটার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। গৃহবধূর নাম সোমা খাতুন (১৯)। তিনি ওই এলাকার জিয়াউর রহমানের মেয়ে।
মৃতার বাবা জিয়াউর রহমানের জানান, বুধবার বিকেলে মেয়ে সোমা তাঁর ভাগ্নে আলাউদ্দিনের বাড়িতে বিষপান করে। পরে আলাউদ্দিন তাঁর মেয়ের মরদেহ বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় তিনি গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সোমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি পরবর্তীতে জানতে পারেন আলাউদ্দিন তাঁর মেয়েকে বিয়ে করেছেন। বিয়ের ব্যাপারে পরিবার আগে থেকে জানতেন না বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস পরিবারের বরাত দিয়ে জানান, সোমা খাতুন পরিবারের অজান্তে বেশ কিছুদিন আগে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে বিবাহ করেন। তিনি আলাউদ্দিনের প্রথম স্ত্রী'র কথা জানার পর স্বামীর বাড়িতে যান। সেখানে আলাউদ্দিনের সাথে তাঁর বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি স্বামীর বাড়িতে বিষ পান করেন। পুলিশ সোমার মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।