রংপুরে ‘দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর নাজিরহাট প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ অক্টোবর, ২০২১ ইংরেজি তারিখে সরকারী কর্মকর্তাদের নিয়ে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ, আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সহায়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ তাজউদ্দীন আহম্মেদ, সহ-প্রশিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাকিম আলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছাঃ হাবিবা বেগম, এবং সমাজ সেবা অধিদপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কমলচন্দ্র বর্মণ।
এই কর্মশালার উদ্দেশ্য হলো রংপুর জেলার কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত বিভিন্ন দল ও সংস্থার সদস্যদের স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করা। সাসাকাওয়া হেলথ্ ফাউন্ডেশনের অর্থায়নে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আলো সোসাইটির সহযোগিতায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রংপুর- এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট অফিসার সব্যসাচী সিনহা। লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এর প্রজেক্ট অফিসার নোয়েল টপ্প এবং আলো সোসাইটির কার্যক্রম, লক্ষ্য ও অর্জনসমূহ সম্পর্কে আলোচনা করেন আলো’র প্রজেক্ট অফিসার ক্লিন্টন মালাকার।
কর্মকর্তারা আলো সোসাইটির কার্যক্রম সম্পর্কে ধারনা পাওয়ার পরে প্রতিবন্ধীদের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সুযোগ সুবিধাগুলো কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে ফেডারেশন ও দলের নেতৃবৃন্দকে অবহিত করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ তাজউদ্দীন আহম্মেদ বলেন, আমি চাই ফেডারেশন এবং সেল্পহেল্প গ্রুপের সদস্যরা আমার অধিদপ্তরে নিজেরাই আসবেন। যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ প্রদান, প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। আমি আমার দপ্তর থেকে আপনাদের যথাসাধ্য সহায়তা করব।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা বেগম বলেন, ‘মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাগুলোর মধ্যে রয়েছে, ভিজিডি কর্মসূচি, প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের অনুদান। আপনারা আমাদের কাছে আসলে এবং নিয়মিত যোগাযোগ রাখলে আমরা যথাসম্ভব সহায়তা করব। ’
সরকারী কর্মকর্তারা কর্মশালায় কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া ব্যক্তিদের যথাসাধ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন আলো সোসাইটির নীলফামারী জেলার কমিউনিটি রিসোর্স পার্সন সুমন সরকার, কোষাধ্যক্ষ সোলায়মান আলী, সদস্য জাকির হোসেন, রংপুর জেলার সি.আর.পি মোজ্জাম্মেল হক ও সংস্থার সম্পাদক আবু জাফর সরকার। জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মফিজুল ইসলাম এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।