চাঁদপুরের ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে সংখ্যালঘুদের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে গুপ্টি বাজারের উত্তর পাশে পূর্ব কর্মকার বাড়িতে দুর্বৃত্তরা এ আগুন দেন।
বিষয়টি নিশ্চিত করেন ক্ষতিগ্রস্থ বীরেশ্বর কর্মকার।
তিনি জানান, আমার ১টি চৌচালা বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। তবে ঘরে কেউই ছিল না। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও তার আগেই সম্পূর্ণভাবে ২টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। এরপর ফরিদগঞ্জ উপজেলা থেকে ঘটনাস্থলে পুলিশ এসেছে।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাটি কে বা কারা করলো খতিয়ে দেখা হচ্ছে।