রংপুর জেলার কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে গঠিত জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের লবি ও অ্যাডভোকেসি বিষয়ক দক্ষতা অর্জনের লক্ষ্যে গত ১৭ অক্টোবর ২০২১ সালে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সাসাকাওয়া হেলথ্ ফাউন্ডেশনের অর্থায়নে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আলো সোসাইটির সহযোগিতায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রংপুর- এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুর জেলার কুষ্ঠ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী পরিচালিত ফেডারেশনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত মোট ১৯ জন সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণটি টএিলএমআই-বি এর নজরিহাট কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সরকারী-বেসরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত ফেডারেশন ও দলের নেতৃবৃন্দের লবি ও অ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা অর্জন করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের পাশাপশি লবি ও অ্যাডভোকেসি বিষয়ক প্রাথমিক ধারনা, স্টেকহোল্ডার বিশ্লেষণ, দাবী বিষয়ক পত্র তৈরি, ম্যাসেজ ফ্রেমিং বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মোঃ মাসুদ রানা। আলো সোসাইটির কার্যক্রম সম্পর্কে ধারনা পাওয়ার পরে প্রশিক্ষণের উদ্দেশ্য এবং পরবর্তী উদ্যোগের উপর জোর প্রদান করেন এবং প্রতিবন্ধিদের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সুযোগ সুবিধা কি ভাবে পাওয়া যাবে সেই বিষয়ে ফেডারেশন ও দলের নেতৃবৃন্দদের অবহিত করেন।
প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন ‘দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর প্রজেক্ট অফিসার মিঃ সব্যসাচী সিনহা। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর প্রজেক্ট অফিসার মিঃ নোয়েল টপ্প এবং আলো সোসাইটির প্রজেক্ট অফিসার মিঃ ক্লিন্টন মালাকার সহ আলো সোসাইটির কমিউনিটি রিসোর্স পারসন মোঃ মোজ্জাম্মেল হক ও সম্পাদক মোঃ আবু জাফর সরকার।