রাষ্ট্র ধর্ম ইসলাম ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে কটূক্তি করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় পার্টি রংপুর সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে গিয়ে সমাবেশ মিলিত হয়। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আঃ রাজ্জাক, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতীয় যুব সংহতির জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর জাতীয় যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা সদস্য সচিব সৈকত, ইঞ্জিনিয়ার আল আমীন সুমন, কারমাইকেল কলেজের যুগ্ম আহ্বায়ক কামরান হোসেনসহ জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে রসিক মেয়র তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদকে অবাঞ্চিত ঘোষণা করে বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ড.মুরাদ কার এজেন্ট এটি খুঁজে বের করতে হবে। এদেশে হিন্দু মুসলমানদের বন্ধন ঐক্যের বন্ধন। অতিসত্বর তাকে অপসারণ করা না হলে এই আন্দোলন বেগবান হবে হুশিয়ারি দেন তিনি।