রংপুরের পীরগাছায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তানপন্থী শান্তি কমিটির সেক্রেটারী মতিয়ার রহমানের ছেলে শাহিন সরদারকে আসন্ন তাম্বুলপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। গতকাল বিকেল সাড়ে চারটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তানপন্থী শান্তি কমিটির সেক্রেটারী মতিয়ার রহমানের ছেলে শাহিন সরদার কিভাবে তাম্বুলপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়। এটা সত্যি দুঃখজনক, নিন্দার উপযুক্ত। অতিসত্ত্বর শাহীন সরদারের নমিনেশন প্রত্যাহার করে একজন শান্তিকামী, স্বাধীনতার চেতনার বিশ^াসী, স্বাধীনতাকে বুকে লালন করছে। আমরা বিদ্যুৎ কুমার রায়ের মনোনয়ন পূর্ণবহালের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেন,
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. ওয়াজেদ আলী সরকার, সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাবু, শফি উদ্দিন মাষ্টার, হারুন অর রশিদ ও আবদুল বারী প্রমুখ। এ সময় তারা পাকিস্তানপন্থী শান্তি কমিটির সেক্রেটারী মতিয়ার রহমানের ছেলে শাহিন সরদারের মনোনয়ন বাতিলের দাবি করেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী শাহিন সরদারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে গত ১৪ অক্টোবর পরিবর্তন করে রাজাকারপুত্র শাহীন সরদারকে নতুন করে দলীয় মনোনয়ন দেয়ায় মানববন্ধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।