নোয়াখালীর সেনবাগে বিএনপির মেয়াদ উত্তীন্ন আহ্বায়ক কমিটি কর্তৃক গায়েবী ইউনিয়ন কমিটি ঘোষনার পর উপতপ্ত হয়ে ওঠেছে বিএনপির দুই গ্রুপ জয়নাল আবদিন ফারুক গ্রুপ ও কাজী মফিজ গ্রপের রাজনীতি। ঘটেছে হাতাতাতি ঘটনা। কমিটির বাতিলের দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক ও সদস্য সচিব মোক্তার হোসেন ইকবালের বিরুদ্ধে হয়েছে জুতা ও বিক্ষোভ মিছিল।
সোমবার বিকেলে সেনবাগের কাবিলপুর, ডমুরুয়া, অজুনতলা ও নবীপুর ইউনিয়নের ফারুক গ্রুপের নেতাকর্মীরা ঘোষিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ঘোষিক কমিটি প্রত্যাক্ষান করে তৃনমূল বিএনপি ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ছমির মুন্সিরহাট বাজারে জুতা ও বিক্ষোভ মিছিল করে।
এ সময় বিক্ষোভ জুতা মিছিলে উপস্থিত ছিলেন, ঘোষিত কমিটির কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনির সম্পাদক শাহাদাত আনছারী তিতুমির, ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি খন্দকার রুহুল আমিন, সাহেব উল্লাহ ,পানা উল্লাহ,শাহীন, কাবিলপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, রেজাউল হক সেলিম, কেএ রাজু, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ইসমাইল প্রমুখ।
উল্লেখ্য ২০১৯ সালের ১৮ সেপ্টেম্ব বিএনপির চট্টগ্রাম বিভাগী সাংগঠনিক সম্পাদক শামীমের নির্দেশে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিলুপ্ত ঘোষনা করা হয়। এর ৬মাস পর উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য ওবায়দুল হককে আহ্বায়ক এবং মোক্তার হোসেন ইকবালকে সদস্য সচিব করে উপজেলা এবং আবদুল হান্নান লিটনকে আহ্বায়ক ও বাবুলকে যুগ্ম আহ্বায়ক করে পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করা হয়। কিন্তু কমিটির ঘোষনার ১৯ মাস গত হলেও ওই কমিটিগুলো নিজেদের পরিচিতি সভাও করতে পারেনী। কিন্তু আহ্বায়ক কমিটির কোন মিটিং ছাড়াই আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরে গত ২৮ সেপ্টেম্বর এক সাথে ৯টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়। বিএনপির একাংশ সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নাল আবদিন ফারুক গ্রুপ ঘোষিত কমিটিকে গাযেবী কমিটি অভিহিত করে। তার প্রত্যাক্ষান করে প্রতিবাদ সভা,বিক্ষোভ ও জুতা মিছিল করছে।