নোয়াখালীর সেনবাগে বিএনপির মেয়াদ উত্তীন্ন আহ্বায়ক কমিটি কর্তৃক গায়েবী ইউনিয়ন কমিটি ঘোষনার প্রতিবাদে ও বাতিলের বাদীতে সেনবাগে বিক্ষোভ মিছিল করেছে তৃনমূল বিএনপি ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় উপজেলার ৯নবীপুর ইউনিয়নে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা মেয়াদ উত্তীন্ন আহ্বায়ক কমিটি কর্তৃক ঘোষিত ইউনিয়ন আহ্বায়ক কমিটি প্রত্যাক্ষান করে এবং অভিলম্বে সেনবাগ উপজেলা বিএনপির মেয়াদ উত্তীন্ন আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষনার দাবী জানানো হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঘোষিত কমিটির ৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজ¦ী নিজাম উদ্দিন ফারুক, সদস্য তাজুল ইসলাম মঞ্জু, মোঃ আবদুল্লাহ, আবু সফিয়ান, জয়নাল আবদিন হাযারী, হুমায়ুন কবির, যুবদল নেতা আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা আলা উদ্দিন প্রমুখ।