সারাদেশে নোয়খালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, সহ বিভিন্ন স্থানে ধর্মলম্বী মানুষদের মন্দিরে হামলা, হত্যাকান্ড, অগ্নিকা- ও ভাংচুরে প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রধনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রংপুর শাখা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে যৌথ উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব প্রশান্ত কুমার রায়, রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রংপুর শাখার সদস্য প্রদিপ মোহন্ত, গোপাল রায়, উত্তম কুমার মোহন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নোয়খালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, সহ বিভিন্ন স্থানে ধর্মলম্বী মানুষদের মন্দিরে হামলা, হত্যাকান্ড, অগ্নিকা- ও ভাংচুরের ঘটনার দৃষ্টান্ত মুলক বিচারের সার্থে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ক্ষতিগ্রস্ত গৃহ ও মন্দিরগুলোতে ক্ষতিপুরণ সহ পুনঃনির্মানের জন্য সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধন শেষে সকল সংগঠনের নেতাকর্মিরা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।