কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম,পুলিশ সুপার জান্নাত আরা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন ক্েক্ষ ”শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য বিশ^াস” এই প্রতিপাদ্য নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন উপলক্ষে কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্থানীয় দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিশু, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য পরিদর্শক তরুণ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক জুয়েল রানা প্রমুখ।
দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিশু শিক্ষার্থী মুসফিকুর রহমান ইশা মাদরাসার মুহতামিম ইসমাইল হোসেনের সহযোগিতায় দোয়া মাহফিল পরিচালনা করেন।
এছাড়াও জেলার অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।