আগামী ১১ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আলাউদ্দিন খানের মনোয়ন পত্র ছিনিয়ে নিয়েছে দুর্বিত্তরা। প্রত্যোক্ষদর্শি ও চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন খান জানান। তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে উপজেলা পরিষদে ঘুরা-ঘুরি করেন। এ সময় দুর্বিত্তরা তার কাছে খাকা কাগজপত্র মনোয়ন পত্র ভেবে চিনিয়ে নিয়ে যায়। তিনি দাবি করে বলেন তাকে নির্বাচন থেকে সরাতে আগে থেকে হুমকি ধমকি দিচ্ছে একটি কুচক্রি মহল। যে ষড়যন্ত্র আজকে ও তারা করেছে। তিনি আরো বলেন দুর্বিত্তরা মনে করেছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয় নাই। আমি প্রতিবাদ করলে আমাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী (সাবেক চেয়ারম্যান) আলাউদ্দিন খান বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।