ভারী বৃষ্টিপাত আর দমকা হাওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে শত শত বিঘা জমির আধাপাকা আমন ধান মাটিতে হেলে পরেছে। বৃষ্টির পানি খেতে জমে থাকায় পাকা ধানের শীষ পঁচে নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষকরা। শনিবার গভীর রাতে এবং রোববার বিকেলে সোয়া ঘন্টা ধরে মুসলধারে বৃষ্টিপাতের কারণে এই অবস্থার সৃষ্টি হয়।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার বিকেলে ৩:৩০ মিনিট থেকে ৪:৪২ মিনিট পর্যন্ত মুসলধারে বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় কৃষি জমিতে কিছুটা নেতিবাচক প্রভাব পরেছে।
এদিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের কৃষক সহির আলী (৪০) ও নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমমতি গ্রামের কৃষক শংকর চন্দ্র পাল (৫০) জানান, শনিবার গভীর রাতে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় অর্ধপাকা আমন ধান মাটিতে হেলে পরেছে। খেতে পানি জমে থাকায় শীষগুলো পানিতে ভিজে আছে। আর ক’দিন বাদেই ধান কাটামাড়াই করা হতো। এখন খেত হেলে পরায় আমাদের বড় ক্ষতি হয়ে গেল।
নাওডাঙ্গা গ্রামের কৃষক আনছার আলী (৪৫) ও জহুরুল হক (৪৮) জানান, আমাদের দু’বিঘা জমি হেলে পানিতে ডুবে আছে। এখন পাকা ধানের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসফিয়া শারমিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১হাজার ৭৮০ হেক্টর আমন ধান আবাদ করা হয়েছে। গত রাতে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে উপজেলায় প্রায় দেড়শ হেক্টর আমন ধান মাটিতে হেলে পরেছে। মাঠ পর্যায়ে উপ সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের হেলে পরা ধানগাছ ছোট ছোট করে আঁটি বেঁেধ তুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এতে ক্ষতির পরিমাণ কমবে।