লাকসাম পূর্ব ইউনিয়নের পূর্ব নরপাটি গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর যমুনা ব্রেড এ- বিস্কুট ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ। তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন লাকসামে আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা কমপ্লেক্স ও ঈদগাহ। লাকসামে আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা কমপ্লেক্সে রয়েছে নূরানী শিক্ষা ও হেফজুল কোরআন বিভাগ, মসজিদ পূর্ব নরপাটি গ্রামে আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা ও ঈদগাহ সকলের সামনে দৃশ্যমান। এ মাদরাসায় ৪০জন ছাত্র ও শিক্ষকমন্ডলী রয়েছে। ছাত্র শিক্ষকদের লেখাপড়া থাকা খাওয়া সবই ফ্রি। কোরআন মাজিদ সহীহ পড়তে সক্ষম শিক্ষকতায় আগ্রহী আলেম ও হাফেজগণকে নূরানী মুআল্লিম ভর্তি ও ট্রেনিং প্রদান করা হয়। পরীক্ষা নিয়ে যোগ্য মুআল্লিমগণকে ভর্তি করা হয়। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সনদ ও নূরানী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ ব্যক্তিগত ভাবে এলাকার সর্বত্র গরিব ছাত্র, এতিম, জনসাধারণ ও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিদের সাহায্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। তাহার মুহতি উদ্যোগে আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা এ কমপ্লেক্স গড়ে তোলা ও সাধারণ মানুষের উপকারে এগিয়ে এসে সহযোগীতা ও দান-অনুদান অব্যাহত রেখেছেন। পূর্ব নরপাটি গ্রামের মরহুম আবদুল খালেকের বড় ছেলে আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ ৩ ছেলে এক মেয়ের জনক। তাহার প্রতিষ্ঠিত আবদুল খালেক মেমোরিয়াল হাফেজীয়া মাদরাসা কমপ্লেক্স এখন কোরআন হাফেজ ছেলেদের আপন ঠিকানা এবং ধর্মীয় শিক্ষার প্রচার প্রসার বেড়েছে। তাহার এ মহতী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান এলাকাবাসী।