নোয়াখালীর সেনবাগে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার আসামি হয়ে (১২ অক্টোবর) সোমবার রাত ১টার দিকে নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম প্রকাশ বদু মিয়া (৭৬) নামের এক বৃদ্ধ হাজতির মৃত্যুর ঘটনায়। দোষীদের বিচার ও গ্রেফতারের দাবীতে রোবাবর দুপুরে তার নিজ এলাকা সেনবাগের কানকির হাট বাজারে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে পরিবারের সদস্য সহ কয়েক হাজার এলাকাবাসী।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বীরকোট দক্ষিনপাড়া সমাজ কল্যাণ সংর্ঘ ও বীরকোট গ্রামের সর্বস্তরের লোকজনের উদ্যোগে ওই মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,কানকিরহাট বাজার কমিটির সভাপতি মীর হোসেন,আবদুল হক মেম্বার,কানকিরহাট বাজার কমিটির সাবেক সেক্রেটারী মোজাম্মেল হক স্বপন, সোলেমান কানকিরহাট বহুমূখি উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন,নিহতের মেয়ে অজিফা খাতুন।
প্রতিবাদ সভা থেকে জানানো হয় সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে বদু মিয়ার নিকট এলাকার কিছু দুষকৃতিকারী দাবীকৃত ৫০ হাজার টাকা না পেয়ে একই এলাকার আবদুল মতিনের ছেলে অটোরিকশা চালক আবুল হোসেনকে দিয়ে বদু মিয়ার বিরুদ্ধে সেনবাগ থানা পুলিশ একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করলে সেনবাগ থানা পুলিশ গত ২৫ সেপ্টম্বর ২০২১ ইং বদু মিয়াকে গ্রেফতার কারাগারে প্রেরণ করে। কারাগারে প্রেরণের ১৮দিনের মাথায় সোমবার দিবাগত মঙ্গলবার (১২অক্টোবর) রাত দেড়টার দিকে বদু মিয়া কারাগারে মৃত্যু বরণ করে।
এলাকাবাসী ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার বাদি ও সাক্ষীদের গ্রেফতার করে বিষয়টির তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনবাগ থানার ওসির নিকট জোর দাবী জানান।