কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ নুরুল ইসলামের সভা পতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বহীকর্মকর্তা মোঃ আব্দুল জাব্বার, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহাম্মেদ, অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), মোঃ ফজলুর রহমান। দিবসটির তাৎপর্য তুলে আর ও বক্তব্য রাখেন কৃষক শাহীন। অনুষ্ঠিানে সরকারী কর্মকর্তা ও এলাকার চাষীগন উপস্থিত ছিলেন।