রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি পদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে কাজী ইরাদত আলীকে পুনরায় মনোনীত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটির ঘোষণা দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাজী কেরামত আলী (এমপি), বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি ও ফকির আব্দুল জব্বার ও মোহাম্মদ আলী চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সানজিদা খানম, সৈয়দ আব্দুল আওয়াল শামিম ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, এবং রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।