পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপ ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে। তাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বেশ তৎপর হয়ে উঠেছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে উপজেলার ২টি ইউনিয়ন চিরাপাড়া পারসাতুরিয়া ও সয়না-রগুনাথপুরে হাফডজন প্রার্থী তৎপরতা চালাচ্ছে।
উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদ খান খোকন ৪নং চিরাপাড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীক চান তিনি। এছারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মো: লাইকুজ্জামান মিন্টু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সদস্য, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপকি মো: বাবলু জোমাদ্দার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে জোর তদবীর চালাচ্ছেন।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ খান খোকন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে কাজ করায় দল আমাকে আওয়ামী লীগের গুরত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে। ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলের সমর্থন নিয়ে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। আমি নির্বাচিত হয়ে চিরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়তে পরিকল্পিতভাবে উন্নয়ন করে যাচ্ছি। বিশেষ করে মহামারী করোনাকালীন সরকারি সাহায্যের পাশাপাশি আমার সাধ্যমতো নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে জনগণের পাশে থেকেছি। এছারা সয়না-রগুনাথপুর ইউনিয়নে এবারও নৌকা প্রতীক পেতে যাচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা কাজী রফিকুল ইসলাম মিরন।