কুষ্টিয়ার দৌলতপুর বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্টোক, জন্মগত ষ্টোক, প্যারাইলাইসিস এবং থ্যালাসোমিয়ায় আক্রান্ত ৩৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১৮ লক্ষ টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৌলতপুর উপজেলা পরিষদ ও সমাজ সেবা অধিদপ্তর এর উদ্যোগে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট অঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল জাব্বার, বীরমুক্তি যোদ্ধা হায়দার আলী, ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।