কিশোরগঞ্জের নিকলীর থানায় কর্মকর্তা ইনচার্জ হিসাবে মুনসুর আলী আরিফ গত দুইদিন আগে যোগদান করেন। তিনি ২০০১ সালে এসআই হিসাবে পাবনা জেলার আতাইকূলা থানায় প্রথম এসআই হিসাবে যোগদান করেন। এরপরে রাজশাহী মেট্রো থানায়, নওগাঁ থানায় কর্মকর্তা ইনচার্জ হিসাবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে। এ ছাড়া তিনি ঢাকার বিভিন্ন থানায় কাজ করেছেন। নতুন যোগদান কৃত কর্মকর্তা ইনচার্জ মুনসুর আলী আরিফ এ প্রতিবেদককে বলেন, যোগদানের পর থেকেই শুরু হল দূর্গা পূজা, সেই কারণে সাংবাদিক তথা রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভার সুযোগ হয়ে আসেনি বলে উল্লেখ করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলায়। তার পিতা মৃত আবদুল হক ওয়াহাব বলে জানান।