ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেছেন, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধকৃত খাদ্য পন্য বিতরনে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। তার দলের লোকও অপরাধে জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি সম্প্রতি টিসিবির এক ডিলারের সংঘঠিত অপরাধটির বিষয়টি আইনের মাধ্যমে প্রশাসনকে যথাযথ ব্যাবস্থা গ্রহন করতে বলেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের সেবাদানে শৃংখলা ফিরিয়ে আনা সহ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর ভ’মিকা পালনের নির্দ্দেশনা দেন। বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভ’মি) ভ’পালী সরকার, কালীগঞ্জ থানায় অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভার শুরুতে ইউএনও সাদিয়া জেরিন এ উপজেলার আইনশৃংখলার পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে গত সভার কার্স্যবিবরনী পড়ে শোনান। এরপর উপস্থিত সদস্যদের মধ্যে এসিল্যান্ড ভুপালী সরকার, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও সাংবাদিকগন কালীগঞ্জে টিসিবির এক ডিলারের পন্য বিক্রয়ে অনিয়মের বিয়য়টি তুলে ধরেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মহিলা রোগীদের হয়রানীর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এসব বিষয়ে আলোচনান্তে এমপি আনার সকল অভিযোগের যথাযথ ব্যাকস্থা গ্রহনের নির্দ্দেশনা দেন। এ ছাড়াও তিনি আসন্ন দূর্গাপূজায় শান্তিশৃংখালা বাজায় রাখা সহ গরু চুরি ঠেকাতে পুলিশ প্রশাসন ও সকল জনপ্রতিনিধিদের সোচ্চার ভ’মিকা রাখার আহব্বান জানান।