মুজিবশতবর্ষ উপলক্ষে আন্ত: উপজেলা নিয়ে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট ২০২১ উপলক্ষে রাজারহাট উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার সভপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: আবদুস ছালাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, মাহমুদুল করিম সাগর, সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক প্রমুখ।