শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এ প্রশিক্ষণ দিচ্ছেন ফরিদপুর সদর উপজেলা যুব উন্নয়ন দপ্তর। আর যুব উন্নয়ন দপ্তরকে কম্পিউটার দিয়ে সহযোগিতা করেছেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি।
বুধবার বিকেলে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির আয়োজনে অক্টোবর সেবা মাসের ১৩তম দিনে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ ফরিদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাজাহার মোল্যার হাতে কম্পিউটার তুরে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা এ কে এম সামছুল আলম মনি, ক্লাব সেক্রেটারি লায়ন মো: মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন পারভেজ খান, লায়ন রোহান হাসান সোহাগ প্রমুখ।
অপর দিকে রাতে কোতোয়ালি থানার সকল কর্মকর্তাদের জন্য টি-সার্ট ও লায়ন্সের মাস্ক থানার কর্মকর্তা ইনচার্জ এম এ জলিল এর হাতে তুলে দেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ।
এ সময় ক্লাব সেক্রেটারি লায়ন মো: মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন রাহাত হাসান লিমনসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।