আপনার চোখ ভালবাসুন স্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৪ অক্টোবর সকালে শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের আয়োজেন ব্র্যাক ভিশন সেন্টারের এর সহযোগিতায় র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে দৃষ্টি দিবস পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহম্মেদ, ডাঃ মোঃ তানভীর, ডাঃ সাব্বির রহমান, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি এড়িয়া ম্যানেজার মোঃ আবদুস সালাম সরকার, ব্র্যাক ভিশন সেন্টারের ফিল্ড অর্গানাইজার মোঃ ওয়াজেদ আলীসহ প্রমুখ।