পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে পারুল বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পারুল ওই ইউনিয়নের আ. সালামের স্ত্রী ও এক সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা গেছে, পারুল সকালে নিজ বাড়িতে সুপারি পাড়তে গাছে ওঠেন। এ সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা পারুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।