বুধবার(১৩অক্টোবর) সন্ধ্যা ৬টায় রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য(বিপিএম) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের তালতলা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করে দূর্গা মাকে ভক্তি ও প্রার্থনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্দিরের সভাপতি সন্তোষ কুমার রায়ের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাড়-গোপাল শ্যামল ও নিমাই চন্দ্র রায়ের যৌথ সঞ্চালনায় ভোজন সঙ্গীত ও আরতি উপভোগ করে ভক্তকূলের উদ্দ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রাজু সরকার ফুল দিয়ে ডিআইজি ও পুলিশ সুপারকে বরণ করে নেন।