রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক না পেয়ে আশা মনি (১৯) নামে এক গৃহবধূকে শ্বাস রোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লক্ষীটারি আনুরবাজার গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া উত্তরপাড়া গ্রামে এঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের কন্যা আশা মনির সাথে গঙ্গাচড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মমিনুর ইসলামের ছেলে হাফিজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই তাদের মনোমালিন্য হত। এর সূত্র ধরে বুধবার সকালে আশা মনিকে হত্যা করা হতে পারে বলে আশা মনির স্বজনরা জানান। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত আশা মনির দাদা হোসেন আলী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, আশামনির স্বামী হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি আরও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।