মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি শ্লোগানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করেন। প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস কর্মীরা দূর্ঘটনা রোধে করনীয় ও অগ্নিনির্ভাপন বিষয়ে প্রদর্শনী করেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল ও অফিস সহকারী সাহাদৎ হোসেন প্রমুখ।